Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাম্প্রতিক  কর্মকান্ড:

১। জনশুমারি ও গৃহগণনা ২০২২

২। শ্রমশক্তি জরিপের মাধ্যমে শ্রম বাজার তথ্যের উন্নয়ন”  শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত  “ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপ ২০২২ (QLFS-22)” এর তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান।

৩। “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহার জরিপ ২০২৩” শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান।

৪। চাঁদপুর জেলার ০৮ টি উপজেলার মোট ২৪টি নমুনা এলাকায় স্থানীয় ২৪ জন মহিলা রেজিস্টার কর্তৃক স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন ‍সিস্টেম (SVRS) ইন ডিজিটাল প্লাটফরম এর আওতায় জনমিতিক তথ্য (জন্ম, মৃত্যূ, বিবাহ, তালাক/পৃথক বসবাস, আগমন, বহির্গমন, জন্মনিয়ন্ত্রন, এইডস প্রভৃতি) নিয়মিতভাবে সংগ্রহ করা হচ্ছে।